মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ || ১৮ চৈত্র ১৪৩১ || ৩০ রমজান ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

অপরাজেয় বাংলা ডেস্ক

০০:৪০, ৩১ মার্চ ২০২৫

৮২

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় একটি ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র ঈদুল ফিতরে, সকলকে জানাই ঈদ মোবারক।

তিনি দেশবাসীকে বাড়ি গিয়ে তাদের আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করার, দরিদ্র পরিবারের খোঁজ-খবর নেওয়ার এবং তাদের ভবিষ্যৎ কীভাবে উন্নত করা যায় সে সম্পর্কে চিন্তা করার আহ্বান জানান।

ড ইউনূস বলেন, ঈদে পরিবার পরিজন নিয়ে, নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন। আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করবেন। গরীব পরিবারের খোঁজ-খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা-ভাবনা করবেন এবং আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন। এই কামনা করছি।

এছাড়া তিনি ঈদের নামাজের সময় যে কোনো মতপার্থক্য থাকা সত্ত্বেও পরাজিত শক্তির সকল উস্কানির মুখে ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকবেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি।

অধ্যাপক ইউনূস কামনা করেন, সকলের জীবন সার্থক হোক, আনন্দময় হোক। মহান আল্লাহ আমাদের সহায় হন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank