রোববার   ৩০ মার্চ ২০২৫ || ১৫ চৈত্র ১৪৩১ || ২৭ রমজান ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

অপরাজেয় বাংলা ডেস্ক

০০:০৮, ২৫ মার্চ ২০২৫

১১২

ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংকগুলোর এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, “পজ ও কিউআর কোডে লেনদেন নিশ্চিত করতে হবে। জালিয়াতির বিষয়ে সচেতন করতে হবে মার্চেন্ট ও গ্রাহকদের।”

ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, কার্ডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে “টু ফ্যাক্টর অথেনটিকেশন” ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

ঈদের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে জন্য নিরাপত্তা জোরদার করার তাগিদও দেওয়া হয়েছে সার্কুলারে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাকে এটিএম বুথে পরিদর্শন যাওয়ার কথাও বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ক্ষেত্রে বলা হয়েছে, এ সেবা দেওয়া সব ব্যাংক বা তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে। এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশনাও আছে সার্কুলারে।

এসব সেবার আওতায় যেকোনো লেনদেনের তথ্য তাৎক্ষণিক এসএমএসে গ্রাহকদের জানিয়ে দেওয়ার কথাও বলেছে বাংলাদেশ ব্যাংক।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank