মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ || ১৭ চৈত্র ১৪৩১ || ৩০ রমজান ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্থানীয় সরকার নির্বাচন করতে ১ বছর প্রয়োজন: ইসি

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:১৩, ১৮ মার্চ ২০২৫

১৯৫

স্থানীয় সরকার নির্বাচন করতে ১ বছর প্রয়োজন: ইসি

স্থানীয় সরকার নির্বাচন করতে আরও এক বছর সময় প্রয়োজন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে পাঠানো চিঠিতে এ কথা উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কতিপয় সুপারিশের বিপরীতে নির্বাচন কমিশনের (ইসি) মতামত বা অভিমত প্রেরণ’ শিরোনামে এ সংক্রান্ত একটি চিঠি ঐকমত্য কমিশনের সহ-সভাপতির কাছে পাঠান ইসি সচিব আখতার আহমেদ।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মেয়াদ চার মাস নির্ধারিত করে এ মেয়াদকালে জাতীয় ও স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করার প্রস্তাবের বিষয়ে ইসি জানিয়েছে,‌ ‌‌স্থানীয় সরকার নির্বাচন করতে এক বছরের মতো সময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে না। অতীতে ধাপে ধাপে স্থানীয সরকারের সব নির্বাচন সম্পন্ন করতে গড়ে প্রায় এক বছর সময় লেগেছে।
 
এছাড়া সীমানা নির্ধারণে আলাদা স্বাধীন কমিশনের বিষয়ে ইসি জানিয়েছে, এতে তাদের সাংবিধানিক ক্ষমতা খর্ব করা হবে। এতে কার্যকর একটি প্রথা ব্যাহত হবে বলেও ইসি জানিয়েছে।

এছাড়া এনআইডির জন্য পৃথক কমিশন গঠন, প্রার্থীকে অযোগ্য ঘোষণার বিধান, মনোনয়নপত্র, নির্বাচনী অপরাধে শাস্তির বিধান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, ইসি আর্থিক স্বাধীনতা, ইসির অপরাধের শাস্তি, ইসির আচরণ বিধি, ইসি সচিবালয় আইন সংশোধন সংক্রান্ত প্রস্তাবগুলোকেও হিতে বিপরীত হতে পারে বলে মনে করে ইসি।
 
জাতীয় ঐকমত্য কমিশনকে দেয়া এই চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এবং লেজিসলেটিভ সংসদবিষয়ক বিভাগের সচিবের কাছেও পাঠানো হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank