বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ || ২৬ পৌষ ১৪৩১ || ০৭ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব দেয় নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:৪৩, ৮ জানুয়ারি ২০২৫

৩৭

শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব দেয় নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ নিশ্চিত করেছেন যে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পাঠানো চিঠির বিষয়ে বাংলাদেশ এখনও নয়াদিল্লী থেকে কোনও জবাব পায়নি। বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা- বাসসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছ, বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মি. হোসেন এই কথা জানান।

তিনি বলেন, “তাকে ফেরত আনার জন্য ভারতে পাঠানো চিঠির কোনও জবাব আমরা এখনো পাইনি”।

ভারতের একটি গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার।

এই প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টাকে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমিও মিডিয়ার মাধ্যমে বিষয়টি জেনেছি। আমরা এ বিষয়ে কী করতে পারি?”

ঢাকা গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ভিত্তিতে তাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য নয়াদিল্লীর কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত