ইজতেমা ময়দানে ১৪৪ ধারা জারি, মাঠ ছাড়ছেন সাদ অনুসারীরা
ইজতেমা ময়দানে ১৪৪ ধারা জারি, মাঠ ছাড়ছেন সাদ অনুসারীরা
গাজীপুরের টঙ্গীতে ভারতের মাওলানা সাদ অনুসারীদের পাঁচ দিনের জোড় ইজতেমাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইজতেমা ময়দানের আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে এ আদেশ জারি থাকবে। এই ঘটনার পর মাঠ ছাড়ছেন সাদ অনুসারীরা।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮-এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে আজ বুধবার বেলা ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।
বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়টি চিঠিতে জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গী বিশ্ব ইজতেমা মায়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা জমায়েত এবং কোনো মিছিল সমাবেশ করতে পারবে না, কোনো প্রকার অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবে না, কোনো ধরনের লাউড স্পিকার বা এ জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চ স্বরে কোনো শব্দ করতে পারবে না।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই গণবিজ্ঞপ্তি জারি করা হলো বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ১৪৪ ধারা জারির পর ভারতের মাওলানা সাদ অনুসারীরা মাঠ ছাড়ছেন। তল্পিতল্পা গুছিয়ে তাদের নিজেদের গন্তব্যে ফিরে যেতে দেখা গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান গণমাধ্যমকে বলেন, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন এলাকার ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`