শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ || ১২ পৌষ ১৪৩১ || ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অন্তর্বর্তী সরকারের তিন মাসের কাজের অগ্রগতি প্রকাশ

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:৫২, ১০ নভেম্বর ২০২৪

১৭৭

অন্তর্বর্তী সরকারের তিন মাসের কাজের অগ্রগতি প্রকাশ

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। গত ৮ নভেম্বর অন্তর্বর্তী সরকারের তিন মাস পূর্তি হয়েছে। এ সময়ে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো কী কী কাজ করেছে, তার তথ্য প্রকাশ করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাজের অগ্রগতি আলাদা আলাদাভাবে তুলে ধরে।

যেমন গত তিন মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অগ্রগতি হিসেবে বিভিন্ন নিয়োগ, বদলি ও পদোন্নতিকে তুলে ধরা হয়েছে। এ সময়ে সচিব পদে ১২ জন, গ্রেড-১ পদে ৩ জন, অতিরিক্ত সচিব পদে ১৩৫ জন, যুগ্ম সচিব পদে ২২৬ জন ও উপসচিব পদে ১২৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। যুগ্ম সচিব পদে ৯৬ জন ও উপসচিব পদে ১৮৯ জনকে বদলি করা হয়েছে। এ ছাড়া বিভাগীয় কমিশনার পদে ৪ জন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে ৩ জন, জেলা প্রশাসক পদে ৫৯ জন, অতিরিক্ত জেলা প্রশাসক পদে ১১৮ জন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে ১৬৫ জন কর্মকর্তাকে নিয়োগ বা বদলি করা হয়েছে।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত