মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ || ৩০ পৌষ ১৪৩১ || ১২ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ট্রাম্পের জয়লাভ

মার্কিন নীতিতে পরিবর্তন দেখে না পররাষ্ট্র মন্ত্রণালয়

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:০৯, ৭ নভেম্বর ২০২৪

২২১

ট্রাম্পের জয়লাভ

মার্কিন নীতিতে পরিবর্তন দেখে না পররাষ্ট্র মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেও মার্কিনিদের ঢাকা নীতিতে বড় কোনো পরিবর্তন দেখে না বাংলাদেশ বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করলে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে থেকে কোনো কিছু ধারণা করার প্রয়োজন নেই। আমরা আরও দুই মাস দেখি, সময় তো রয়েছে। তারপর ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবেন, এরপর উনি কী কী পদক্ষেপ নেন, সে অনুযায়ী বাংলাদেশ পদক্ষেপ নেবে। উনি তো বলেননি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে অথবা খারাপ হবে, কিছুই বলেননি।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যে দলের ভিত্তিতে হয়, তা তো না। যেসব বিষয় নিয়ে বাইডেন প্রশাসনের সঙ্গে আলাপ চলছিল, তাদের যে চাওয়া ছিল, দেনদরবার হচ্ছিল, সেগুলো কিন্তু পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল। কাজেই এটা বলা ঠিক হবে না ট্রাম্প প্রশাসন এবং বাইডেন প্রশাসনের মাঝে বাংলাদেশ নিয়ে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন দেখা যাবে। আমরা দেখি, তারপর যোগাযোগের চেষ্টা করব, তারপর দেখা যাবে।

জাতিসংঘের সন্ত্রাসবাদ দমন নিয়ে সম্মেলনে অংশ নিতে কুয়েতের সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্মেলনে বাংলাদেশ তার অবস্থান আবারও পরিষ্কার করেছে, আমরা সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধী। সেই সঙ্গে বাংলাদেশ এটিও বলেছে যে সন্ত্রাসবাদের যে মূল কারণ, সেটি যদি দূর না করা হয়, তাহলে সম্মেলন করে কাজ হবে না। সন্ত্রাসবিরোধী কার্যক্রম বাড়ছে। একই সঙ্গে সন্ত্রাসী হামলার সংখ্যাও বাড়ছে। তার মানে যে কার্যক্রমগুলো নেওয়া হচ্ছে তা কাজে লাগছে না।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত