সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ছয় সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:৩৩, ৩১ অক্টোবর ২০২৪

২০৫

ছয় সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন

দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (৩০ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. সারোয়ার বারীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ছয় সরকারি মেডিকেল কলেজ হলো-মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ, নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নোয়াখালী মেডিকেল কলেজ, জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে জামালপুর মেডিকেল কলেজ নাম রাখা হয়েছে।

এছাড়া টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে টাঙ্গাইল মেডিকেল কলেজ, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ফরিদপুর মেডিকেল কলেজ ও দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে দিনাজপুর মেডিকেল কলেজ নাম রাখা হয়েছে।

এর আগে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের পর এই মেডিকেল কলেজগুলোর নাম পরিবর্তন করেন শিক্ষার্থীরা। এবার স্বাস্থ্য বিভাগের মাধ্যমে এসব মেডিকেলের নাম পরিবর্তন করা হয়।

এতে বলা হয়, দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নিম্নবর্ণিতভাবে নামকরণ করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত