মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জুলাই গণহত্যার তথ্য চেয়ে হাসপাতাল-কবরস্থানসহ জেলা প্রশাসকের কাছে চিঠি

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:৫৮, ৯ সেপ্টেম্বর ২০২৪

৩১৪

জুলাই গণহত্যার তথ্য চেয়ে হাসপাতাল-কবরস্থানসহ জেলা প্রশাসকের কাছে চিঠি

ছাত্র-জনতার ওপর গুলি, হত্যা, আহত, নিহতের তথ্য চেয়ে সারাদেশের সকল সরকারি, বেসরকারি হাসপাতাল, কবরস্থানসহ সকল জেলাপ্রশাসকের কাছে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সোমবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণহত্যার বিষয়ে তথ্য দিতে সমন্ময়কদের প্রতিও আহ্বান জানানো হয়েছে। এছাড়া গণমাধ্যমের কাছেও তথ্য চেয়ে চিঠি দেয়া হয়েছে।

এর আগে গতকাল রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের সামনে এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগের প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনগতভাবেই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত