মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:৩৫, ২ সেপ্টেম্বর ২০২৪

৩২৫

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার

১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার হয়েছেন।

সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারের পর মঞ্জুকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীকে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের হেরে যান আনোয়ার হোসেন মঞ্জু।

এর আগে পিরোজপুর-২ আসন থেকে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪ ও ২০১৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এছাড়া তিনি পানিসম্পদ মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মঞ্জুর বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ এবং দৈনিক ইত্তেফাক এর প্রতিষ্ঠাতা ছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত