মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গুমের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিশন গঠন

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:২৯, ২৭ আগস্ট ২০২৪

৩০৪

গুমের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিশন গঠন

২০১০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত সব গুমের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিশন গঠন করেছে সরকার। কমিশনের প্রধান মনোনীত হয়েছেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী। 

মঙ্গলবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে এই কমিশন গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ দিন সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের  সই করা আদেশে বলা হয়েছে— সরকার, কমিশন অব ইকোয়ারি অ্যাক্ট ১৯৫৬ (অ্যাক্ট নম্বর ভিআই অব ১৯৫৬) এর সেকশন ৩ এ প্রদত্ত ক্ষমতাবলে, আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই), কোস্ট গার্ডসহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনও সংস্থার কোনও সদস্য কর্তৃক জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য নিম্নবর্ণিত ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিশন, অতঃপর ‘কমিশন' গঠন করলো — (১) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারক, হাইকোর্ট বিভাগ সভাপতি (২) বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক, হাইকোর্ট বিভাগ সদস্য (৩) নূর খান, মানবাধিকারকর্মী সদস্য (৪) নাবিলা ইদ্রিস, শিক্ষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সদস্য (৫) সাজ্জাদ হোসেন, মানবাধিকারকর্মী সদস্য।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত