মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বৈষম্যবিরোধী আন্দোলন

হতাহতদের পরিবারকে সাহায্য করতে ফাউন্ডেশন, নেতৃত্বে ড. ইউনূস

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:৩১, ২০ আগস্ট ২০২৪

২৩০

বৈষম্যবিরোধী আন্দোলন

হতাহতদের পরিবারকে সাহায্য করতে ফাউন্ডেশন, নেতৃত্বে ড. ইউনূস

জুলাই ও আগস্ট মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সাহায্য করতে সরকার একটি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই ফাউন্ডেশনটি গঠিত হবে। এতে সরকারের কয়েকজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অন্তর্ভুক্ত থাকবেন।

ফাউন্ডেশনের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব পালন করবেন। 

ড. ইউনূস বলেন, 'স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা যারা তাদের জীবন উৎসর্গ করেছেন এবং গুরুতর আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ আমরা কখনো ভুলতে পারব না।'

সরকারপ্রধান বলেন, 'তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য এবং জাতীয় দায়িত্ব। আহত ও নিহতদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করা হবে।'

তিনি জানান, আহতদের চিকিৎসা এবং পরিবারের অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। একটি সুনির্দিষ্ট সরকারি বিভাগ ও কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হবে।

ড. ইউনূস ফাউন্ডেশনের কার্যপ্রণালী শিগগিরই ঘোষণা করবেন এবং দেশবাসীসহ প্রবাসীদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত