বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ২ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এনএসআইয়ের মহাপরিচালকসহ সেনাবাহিনীর আরও ৩ পদে নতুন নিয়োগ

অপরাজেয় বাংলা ডেস্ক

১৪:৪৮, ১৩ আগস্ট ২০২৪

১৪২

এনএসআইয়ের মহাপরিচালকসহ সেনাবাহিনীর আরও ৩ পদে নতুন নিয়োগ

এনএসআইয়ের মহাপরিচালকসহ বাংলাদেশ সেনাবাহিনীর আরও ৩ পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছেন।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে এনএসআইয়ের মহাপরিচালক, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে কমান্ড্যান্ট ডিএসসিএসসি এবং মেজর জেনারেল খন্দকার মোঃ শাহিদুল এমরানকে কমান্ড্যান্ট বিএমএ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

এর আগে সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে নতুন করে ৩ জনকে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন- মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে ডিজিএফআইর মহাপরিচালক, মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে কমান্ড্যান্ট এমআইএসটি এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত