রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ || ২৩ ভাদ্র ১৪৩১ || ০২ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুবাইয়ে আন্দোলন করে প্রবাসীরা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:৪৪, ২৪ জুলাই ২০২৪

৭০৫

দুবাইয়ে আন্দোলন করে প্রবাসীরা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

আইন অমান্য করে দুবাইয়ে আন্দোলন করে প্রবাসীরা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সেই সঙ্গে বাংলাদেশিদের ভিসা বন্ধ করার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২৪ জুলাই) সাংবাদিকদের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, দেশে যেভাবে মেট্রোরেলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, বিদেশেও বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস করার জন্য একই কাজ করা হয়েছে। দুবাইয়ে আন্দোলন করে তারা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে।

এজন্য তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করবো না। এটি তাদের রাষ্ট্রীয় বিষয়।

আমিরাতে ভিসা বন্ধের খবর নিয়ে শফিকুর রহমান চৌধুরী বলেন, আমাদের কাছে লিখিত কোনো অর্ডার আসেনি। আমরা সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও কিছু জানে না। বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গেও কথা বলেছি, তিনিও কিছু জানাননি।

তিনি আরও বলেন, শ্রমবাজার বন্ধ হয়েছে কি না। এ বিষয়ে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই। জানলে আমরা গণমাধ্যমকে জানিয়ে দেবো। আমি সবাইকে অনুরোধ করবো, সঠিক তথ্য নিয়ে সংবাদ পরিবেশন করার জন্য। দেশের উপকার হবে, মানুষের বিভ্রান্তিও কমবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত