রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ || ২৩ ভাদ্র ১৪৩১ || ০২ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্ববিদ্যালয়ে আটকে পড়া পুলিশ সদস্যদের হেলিকপ্টারে উদ্ধার

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:৩৮, ১৮ জুলাই ২০২৪

৩৩৪৫

বিশ্ববিদ্যালয়ে আটকে পড়া পুলিশ সদস্যদের হেলিকপ্টারে উদ্ধার

সরকারি চাকরিতে নিয়োগে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সর্বাত্মক অবরোধের ডাকে সাড়া দিয়ে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় কর্মসূচি পালনে নামে ব্র্যাক ইউনিভার্সিটি ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা। এসময় উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গেই সংঘর্ষে জড়ায় পুলিশ। ঘটে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। এর মধ্যে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের ধাওয়া করতে করতে তাদের ক্যাম্পাসে ঢুকে পড়েন বেশ কয়েকজন পুলিশ সদস্য। কিন্তু সেখানে আটকা পড়ে গেলে বেশ কিছুক্ষণ পর তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় র‍্যাবের হেলিকপ্টার।

বৃহস্পতিবার (১৮ জুলাই) মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ঘটে এ ঘটনা।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বেশ কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতর ঢুকে পড়লে তাদের পিছু নিয়ে ঢুকে পড়েন বেশ কয়েকজন পুলিশ সদস্যও। তাদের রাবার বুলেট নিক্ষেপে আহত হন বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী। তবে ক্যাম্পাস ভবনের ভেতর ঢুকে পড়লে সেখানে আটকে পড়েন পিছু নেওয়া পুলিশ সদস্যরা। পরবর্তীতে খবর পেয়ে তাদের উদ্ধারে এগিয়ে আসে র‍্যাবের হেলিকপ্টার।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে থাকা পুলিশ সদস্যদের উদ্ধারে দুটি হেলিকপ্টার আসতে দেখা গেছে। একটি হেলিকপ্টারে কয়েকজন পুলিশ সদস্যকে তুলে নিয়ে যেতে দেখা যায়।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত