মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ || ১৭ আষাঢ় ১৪৩১ || ২২ জ্বিলহজ্জ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশে ফিরেছেন ২৭ হাজার হাজি, মারা গেছেন ৫৩ জন

অপরাজেয় বাংলা ডেস্ক

২৩:০০, ২৮ জুন ২০২৪

আপডেট: ২৩:০১, ২৮ জুন ২০২৪

৩২৮

দেশে ফিরেছেন ২৭ হাজার হাজি, মারা গেছেন ৫৩ জন

পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত ২৭ হাজার হাজি দেশে ফিরেছেন। হজে গিয়ে মারা গেছেন ৫৩ জন। মৃতদের মধ্যে পুরুষ ৪০ জন ও নারী ১৩ জন। সৌদি আরবের আইন অনুযায়ী, মারা যাওয়া ব্যক্তিদের সে দেশে দাফন করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাতে দেওয়া হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সৌদি থেকে ৬১টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, সৌদি এয়ারলাইনসের ২৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করে।

হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত