রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ || ২৩ ভাদ্র ১৪৩১ || ০২ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সরকারি সফরে প্রধানমন্ত্রীর ভোট চাওয়ার বিষয়টি নজরে আনেননি কেউ: সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:১৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩

২৪১

সরকারি সফরে প্রধানমন্ত্রীর ভোট চাওয়ার বিষয়টি নজরে আনেননি কেউ: সিইসি

জেলা প্রশাসকদের পক্ষপাতমূলক আচরণ নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল।

সোমবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা প্রশাসকরা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই আচরণে কোনোভাবেই পক্ষপাত প্রকাশ পাওয়া উচিত নয়। এজন্যই জামালপুরের জেলা প্রশাসক ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে।

এছাড়া সরকারি সফরে প্রধানমন্ত্রী ভোট চাইতে পারেন কি-না তা জানতে চাওয়া হলে সিইসি বলেন, বিষয়টি কেউ কমিশনের নজরে আনেনি। আনলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।

সিইসি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেও যদি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বিতর্কিত আচরণ করেন, তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিতে পারে। এই সুযোগ ইসির আছে।

তিনি বলেন, নির্বাচনের সময় কারও আচরণ যদি পক্ষপাতমূলক হয় তাহলে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে। এটা জনগণের আস্থার স্বার্থে, নির্বাচনের স্বার্থে। ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করছি আমরা।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত