শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লতা মঙ্গেশকরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্টাফ করেসপন্ডেন্ট

১১:৩৭, ৬ ফেব্রুয়ারি ২০২২

৬২২

লতা মঙ্গেশকরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং রবিবার (৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।

**কিংবদন্তি লতা মঙ্গেশকর আর নেই, নিঃস্তব্ধ উপমহাদেশ

****লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুই দিনের শোক, একাধিক টুইট মোদির

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রোববার মৃত্যু হয় ‘নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া’ খ্যাত লতা মঙ্গেশকরের। তার বয়স হয়েছিল ৯২ বছর।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুরসম্রাজ্ঞী লতা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নিতীন গড়কড়িসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানুয়ারি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হন লতা মঙ্গেশকর। তখন থেকেই ভর্তি ছিলেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে। ৮ জানুয়ারি থেকে সেখানেই ছিলেন তিনি। শুরু থেকে চিকিৎসক প্রতীত সমধানীর চিকিৎসাধীন তিনি। প্রথমে করোনায় আক্রান্ত হয়েছিলেন। 

একসময় কোভিড নেগেটিভ হলেও পরে নিউমোনিয়া ধরা পড়ে। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। সম্প্রতি প্রবাদপ্রতিম গায়িকার শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। আশার আলো দেখছিলেন চিকিৎসকেরাও। 

শনিবার লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়। এদিন দুপুরে চিকিৎসকেরা জানান, গায়িকার অবস্থা অত্যন্ত সংকটজনক। চিকিৎসকেরাও চেষ্টা করতে থাকেন। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে চলে যান কিংবদন্তিতুল্য এ শিল্পী।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত