রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিজ্ঞপ্তি দিয়ে শোকজ পেলেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সেই পরিচালক

১৮:৫৮, ২৯ অক্টোবর ২০২০

আপডেট: ১৯:২৭, ৩১ অক্টোবর ২০২০

১৪৪৯

বিজ্ঞপ্তি দিয়ে শোকজ পেলেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সেই পরিচালক

মুসলিম পুরুষ কর্মকর্তা ও কর্মচারীদের টাখনুর উপর জামা পরিধান করতে হবে। আর মহিলা কর্মকর্তা-কর্মচারীদের হিজাব ও টাখনুর নিচে জামা পরিধান করে ও পর্দা মেনে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে অফিস করতে হবে। আর অফিস করার সময় মোবাইল সাইলেন্ট বা বন্ধ করে রাখতে হবে। বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর ) নিজে অফিসে এমন বিজ্ঞাপ্তি দিয়েছিলেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম। 

নির্দেশনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে , ব্যাপক আলোচনা সমালোচনা। কেউ কেউ প্রশ্ন তুলছেন, ইনস্টিটিউটের পরিচালক এমন আদেশ দেয়ার ক্ষমতা রাখেন কি না। 

এবার পর্দা মেনে অফিস করার বিজ্ঞপ্তি দেয়াতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকেই শোকজ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক পত্রে তাকে শোকজ করা হয়।

পত্রে বলা হয়, অফিসের মুসলিম পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের অফিস চলাকালীন সময়ে টাখনুর উপর ও মহিলা কর্মকর্তা-কর্মচারীদের টাখনুর নিচে জামা পরিধান করাসহ মুসলিম মহিলাদের হিজাব পরিধান করে অফিস করার নির্দেশ এবং পর্দা মেনে চলার বিজ্ঞপ্তি কোন বিধিবলে ও কোন আদেশক্রমে দেয়া হয়েছে তা আগামী তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যাসহ জবাব দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত