রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশীয় বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলের সম্প্রচার হলে আইনি ব্যবস্থা: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৪৩, ১ অক্টোবর ২০২১

আপডেট: ১৬:২১, ১ অক্টোবর ২০২১

৭৬৯

দেশীয় বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলের সম্প্রচার হলে আইনি ব্যবস্থা: তথ্যমন্ত্রী

দেশের স্বার্থেই আমরা এ পদক্ষেপ গ্রহণ করেছি: তথ্যমন্ত্রী
দেশের স্বার্থেই আমরা এ পদক্ষেপ গ্রহণ করেছি: তথ্যমন্ত্রী

দেশের পণ্যের বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে, এমন বিদেশি চ্যানেলের সম্প্রচার শুক্রবার থেকে দেশে বন্ধ রয়েছে। এসব চ্যানেল সম্প্রচার হলে আইন প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন চালানোয় দেশের মিডিয়া ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত মন্তব্য করে তিনি বলেছেন হঠাৎ করে নয়, বহুদিন ধরে সতর্ক করা হয়েছিল। এছাড়া দেশের বিনোদননির্ভর ওটিটি (ওভার দ্য টপ স্ট্রিমিং) প্ল্যাটফর্মগুলো নীতিমালার আওতায় আসছে বলেও জানান তথ্যমন্ত্রী।

**দেশের বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ

শুক্রবার (১ অক্টোবর) বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তথ্যমন্ত্রী এ কথা জানান। 

তথ্যমন্ত্রী বলেছেন, ক্লিন ফিড না চালানোর প্রেক্ষিতে বাংলাদেশে থেকে কয়েক হাজার কোটি টাকা যেগুলো বাংলাদেশে লগ্নি হতো সেগুলো দেশে না হয়ে বিদেশি চ্যানেলে লগ্নি হয়। অর্থাৎ বিদেশি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা হয়। যদিও এই টাকা বিনিয়োগ করার কথা বাংলাদেশে। এটি করা হলে দেশের মিডিয়া ইন্ডাস্ট্রি এতে লাভবান হতো। সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতি লাভবান হতো।

ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল সম্প্রচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'ক্যাবল অপারেটর এবং ডিস্ট্রিবিউটর অর্থাৎ বিভিন্ন বিদেশি চ্যানেলের ডাউন লিংকের যারা এজেন্সি নিয়েছে তাদের সঙ্গে আমরা বৈঠক করেছি। টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনও সেখানে ছিল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ৩০ সেপ্টেম্বরের পর কেউ ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল প্রদর্শন করবে না। তাই আমরা তাদের সঙ্গে বসে যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে আইন কার্যকর করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি'।

মন্ত্রী বলেন,  'সুতরাং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের শিল্পী, শিল্প, সংস্কৃতি এবং সর্বপরি মিডিয়া ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দেশের স্বার্থেই আমরা এ পদক্ষেপ গ্রহণ করেছি।'

মন্ত্রী ওটিটি  প্রসঙ্গে বলেন,  ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি নীতিমালা করছে সরকার, নীতিমালার খসড়াও প্রস্তুত হয়েছে। সেই নীতিমালা যখন চূড়ান্ত হবে তখন ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রেও নীতিমালা অনুসরণ করতে হবে৷এর ব্যত্যয় হলে আইন প্রয়োগ করা হবে ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত