রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাজেটের স্বচ্ছতা সূচকে বাংলাদেশ বিশ্বে ৭৯তম

০১:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ২১:৪১, ২৩ সেপ্টেম্বর ২০২০

৯৮৯

বাজেটের স্বচ্ছতা সূচকে বাংলাদেশ বিশ্বে ৭৯তম

ওপেন বাজেট ইনডেক্সে বিশ্বের ১১৭টি দেশর মধ্যে বাংলাদেশকে ৭৯তম দেখিয়েছে একটি আন্তর্জাতিক জরিপ। ২০১৯ সালের পরিস্থিতি নিয়ে চালানো এই জরিপের ফল গত ১৫ সেপ্টেম্বর প্রকাশিত হয়।
 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল বাজেট পার্টনারশিপ (আইবিপি) এই জরিপ চালিয়েছে। এতে একটি দেশে বাজেট প্রণয়নে স্বচ্ছতা, তাতে জনগণের অংশগ্রহণ ও বাজেটের ভুল-ভ্রান্তিগুলো যাচাই করা হয়। যাতে বাংলাদেশ ৩৬ স্কোর করেছে। 

এই ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একমাত্র পাকিস্তানকে পেছনে রাখতে পেরেছে। এই দেশের স্কোর ২৮। অন্য সবগুলো দক্ষিণ এশীয় দেশের অবস্থাই বাংলাদেশের চেয়ে ভালো। যার মধ্যে ৫০ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে আফগানিস্তান। ভারত ৪৯ স্কোর নিয়ে দ্বিতীয়, শ্রীলংকা ৪৭ স্কোর নিয়ে তৃতীয় এবং নেপাল ৪১ স্কোর নিয়ে চতূর্থ অবস্থানে রয়েছে।
 
বৈশ্বিক এই জরিপ পদ্ধতিতে এ বছর বাজেট স্বচ্ছতার গড় দেখানো হয়েছে স্কোর ৪৫। তবে কোনো দেশের স্কোর যদি ৬১ এর নিচে হয়, তাহলে সে দেশে বাজেট প্রণয়নে যথেষ্ঠ স্বচ্ছতা নেই বলে মনে করে আইবিপি।
 
পরিসংখ্যান বলছে, বাংলাদেশে বছরের পর বছর বিষয়টি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। ২০১২ সালের জরিপে বাংলাদেশের এই স্কোর ছিলো ৫৮। যা ২০১৫তে ৫৬ হয় এবং ২০১৭তে ৪১ এ নেমে আসে। ২০১৯ এ সে স্কোর এসে দাড়ালো ৩৬ যা এই বছরে গড় নম্বরের চেয়েও ৯ কম। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত