মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ || ১৭ চৈত্র ১৪৩১ || ৩০ রমজান ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টানা চতুর্থবারের মত সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল সোনালী লাইফ

অপরাজেয় বাংলা ডেস্ক

১২:২৫, ২৬ ডিসেম্বর ২০২৪

২৬২

টানা চতুর্থবারের মত সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল সোনালী লাইফ

বীমা খাতে বিশেষ অবদান রাখায় ধারাবাহিকভাবে চতুর্থ বারের মত সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছে চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স।

গত ২০শে ডিসেম্বর ভারতের রাজধানী নয়া দিল্লিতে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে সোনালী লাইফ এর পক্ষ থেকে মর্যাদাপূর্ণ এ পুরস্কার গ্রহণ করেন কোম্পানির সহকারী বাবস্থাপনা পরিচালক সত্যজিত দাস গুপ্ত ।

পুরস্কারের মধ্যে রয়েছে ১. সাসটেইনেবল ইন্স্যুরেন্স কোম্পানি অফ  দ্যা ইয়ার, ২. বেস্ট ইন্স্যুরন্স  কোম্পানি ইন পাব লিক সেকটর’, ৩. বেস্ট ইউজ অফ মোবাইল টেকনোলজি’এবং ৪. বেস্ট ইউজ অফ আই টি অ্যান্ড টেকনোলজি’ পুরস্কার ।

এর আগে ২০২১ সালে ২টি, ২০২২-সালে চারটি  এবং ২০২৩ সালে ৫টি ক্যাটাগরিতে  সাউথ এশিয়া বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-এর সম্মাননা অর্জন করে সোনালী লাইফ । এছাড়াও ২০২২ সালে সোনালী লাইফ অর্জন করে ‘সামিট, এক্সপো  অ্যান্ড সি ওআই ই আওারদ-২০২২’, আর টি ভি বীমা এ্যাওয়ার্ড সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক এ্যাওয়ার্ড অর্জন করে সোনালী লাইফ। কোম্পানি সংশ্লিষ্টরা বলছেন, সোনালী লাইফের বর্তমান পরিচালনা পরিষদের গতিশীল নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। এই অর্জন সোনালীর অব্যাহত অগ্রযাত্রা কে ত্বরান্বিত করবে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank