শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:৩৩, ৩০ অক্টোবর ২০২৪

১৯২

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। নতুন দাম বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা, ২১ ক্যারেটের দাম হবে ১ লাখ ৩৭ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৬ হাজার ৫২০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে, তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, গত ২২ অক্টোবরও বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সে সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে দেশের বাজারে স্বর্ণের দাম ৫০ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৮ বার দাম বৃদ্ধি পেয়েছে এবং ১৭ বার কমেছে। এর আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত