শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাচারকৃত অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:১৬, ৫ সেপ্টেম্বর ২০২৪

৩১৯

পাচারকৃত অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ঋণখেলাপীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও এ সময় উল্লেখ করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেছেন, পণ্যমূল্য হুট করে কমানো সম্ভব না, তবে কমানোর চেষ্টা করা হচ্ছে। পণ্যের দাম যাতে কমে আসে, এজন্য কিছু পণ্যের শুল্ক কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।

অর্থ খাতে ১ মাসে অনেক কাজ দৃশ্যমান জানিয়ে ড. সালেহ উদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যে পণ্যের দাম আরও কমে আসবে। ব্যাংক খাতে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। সেক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলোর দিকে প্রথমে নজর দেয়া হচ্ছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত