জরিমানা ছাড়া ক্রেডিট কার্ডের লোন পরিশোধের সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক
জরিমানা ছাড়া ক্রেডিট কার্ডের লোন পরিশোধের সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক
সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বন্ধ ছিল দেশের ব্যাংকিং সেবা। বিশেষ করে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় আর্থিক লেনদেন করতে গিয়ে বিপাকে পড়ে কার্ডের গ্রাহকরা। এতে এটিএম বুথ থেকে টাকা তোলা ও জমা দেয়া না যাওয়ায় ক্রেডিট কার্ডের লোন পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন গ্রাহকরা।
তবে তাদের সুসংবাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক প্রজ্ঞাপনে দেশের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ঋণের কিস্তি ও ক্রেডিট কার্ডের লোন ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধ করলে জরিমানা গুনতে হবে না গ্রাহকদের। এছাড়া বিভিন্ন ধরনের আমানতের কিস্তি জমার বিষয়টিও এর আওতায় পড়বে।
বুধবার (২৪ জুলাই) বাংলাদেশ ব্যাংক এসব নির্দেশনা দিয়ে তা দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে সহিংসতার ঘটনায় প্রায় পাঁচ দিন বন্ধ ছিল ব্রডব্যান্ডসহ সকল প্রকার ইন্টারনেট সেবা। মঙ্গলবার রাত থেকে আবারও শুরু হয় ইন্টারনেট সেবা। এতে বুধবার থেকে শুরু হয় ব্যাকিংক কার্যক্রম।
এদিন রাজধানীর বিভিন্ন ব্যাংক শাখায় ছিল ব্যাপক ভিড়। বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চলে এর কার্যক্রম। বৃহস্পতিবার একই সময় চলবে ব্যাংক লেনদেন।
বাংলাদেশ ব্যাংক থেকে প্রেরিত প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ থেকে ২৫ জুলাই পর্যন্ত পরিশোধযোগ্য ঋণের বকেয়া অর্থ পরিশোধ, ক্রেডিট কার্ডের লোন এবং ডিপিএসসহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে অনেকে পরিশোধ করতে পারেনি। তাই ঋণ ও ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ এবং বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তির বকেয়া যদি গ্রাহক আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধ করে তাহলে এর জন্য গ্রাহককে কোনো রকমের ফি কিংবা বিলম্ব ফি কিংবা জরিমানা আদায় করা যাবে না।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`