শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঈদে সরকারি চাকরিজীবীদের সমান ছুটি পাবেন শ্রমিকরা

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:৫৬, ২৭ মার্চ ২০২৪

৩১০

ঈদে সরকারি চাকরিজীবীদের সমান ছুটি পাবেন শ্রমিকরা

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, শ্রমিকদের ছুটি কোনোভাবেই ঈদের সরকারি ছুটির চেয়ে কম দেওয়া যাবে না।

বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম চৌধুরী বলেন, ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধের পাশাপাশি আলোচনার ভিত্তিতে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে যাতায়াতের সুবিধা অনুযায়ী ঈদের ছুটি দিতে হবে। শ্রমিকদের ছুটি কোনোভাবেই ঈদের সরকারি ছুটির চেয়ে কম হবে না। সেই সঙ্গে ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না।

তিনি বলেন, তৈরি পোশাকসহ সব খাতকে নিয়ে জাতীয় পরামর্শ পরিষদের বৈঠক হয়েছে। তৈরি পোশাক খাত নিয়ে এরইমধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, মালিকপক্ষ সম্মত হয়েছেন কোন অবস্থায় শ্রমিকরা রাস্তায় নামবেন না। যেকোনো কিছুর বিনিময়ে তাদের পাওনা মিটিয়ে দেওয়া হবে।

তবে কবে শ্রমিকদের পাওনা দেওয়া হবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাই একসঙ্গে দিতে পারবে না, একেকটি কারখানা একেক সময় দেবে। তবে ঈদের ছুটির আগে শ্রমিকদের পাওনা দিতে হবে। ঈদের আগে লে-অফ ঘোষণা করা যাবে না।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত