রিজার্ভ আবার ২০ বিলিয়নের ঘরে
রিজার্ভ আবার ২০ বিলিয়নের ঘরে
বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার ধার করার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার সামান্য বেড়ে ২০ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলারের ওপরে ওঠেছে। বৃহস্পতিবার দিনের শেষে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০ বিলিয়ন ডলারের ওপরে।
এর আগে গত বুধবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা শোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।
সূত্র জানায়, বৃহস্পতিবার দিনের শেষে রিজার্ভ বেড়ে দাড়িয়েছে ২ হাজার ১১ কোটি ডলার। গত বুধ ও বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে বেশ কিছু ডলার সোয়াপের আওতায় ধার করেছে। ফলে রিজার্ভ বেড়েছে। এ মাসের মাঝামাঝি সময়ে ব্যাংক থেকে ধার করা প্রায় ৬৫ কোটি ডলার ফেরত দিতে হবে। ফলে রিজার্ভ আবার কমবে।
এ কারনে আগে থেকেই কেন্দ্রীয় ব্যাংক ডলার ধার করে রিজার্ভ বাড়াচ্ছে। এছাড়া রপ্তানি আয় ও রেমিট্যান্সের ডলারও রিজার্ভে যোগ হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক এখন রিজার্ভ ২০ বিরিয়নের আশেপাশে ধরে রাখতে চায়। যে কারণে বাজার থেকে যেমন ডলার কিনছে, তেমনি বৈদেশিক দায়গুলোও শোধ করছে। কিছু দায় আটকে রেখেছে। সেগুলো ধীরে ধীরে শোধ করা হবে। কারণ, ওইগুলো একসঙ্গে শোধ করলে রিজার্ভ আরও কমে যাবে।
গত বুধবার জানুয়ারি ও ফেব্রুয়ারি- এই দুই মাসের আকুর দেনা বাবদ ১২৯ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। ফলে রিজার্ভ ১ হাজার ৯৯৯ কোটি ডলারে নেমে এসেছিল। গত দুই দিনে ডলার কেনায় তা এখন আবার বেড়ে ২ হাজার ১১ কোটি ডলারে ওঠেছে।
কেন্দ্রীয় ব্যাংক আশা করছে রোজা ও ঈদের কারণে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। একই সঙ্গে রপ্তানি আয়ও বাড়তে পারে। কারণ, বেতন-বোনাস দিতে রপ্তানিকারকরা বাড়তি ডলার সংগ্রহ করবেন। যে কারণে রিজার্ভও বাড়বে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`