কোকাকোলা বাংলাদেশকে কিনে নিচ্ছে তুরস্কের কোম্পানি
কোকাকোলা বাংলাদেশকে কিনে নিচ্ছে তুরস্কের কোম্পানি
কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেডকে (সিসিবিবি) ১৩ কোটি ডলারের বিনিময়ে অধিগ্রহণ করতে যাচ্ছে তুরস্কের কোম্পানি কোকাকোলা আইসেসেক (সিসিআই)। এ নিয়ে আইসেসেকের সহযোগী প্রতিষ্ঠান সিসিআই ইন্টারন্যাশনাল হল্যান্ড বিভি (সিসিআইএইচবিভি) ও কোকাকোলা কোম্পানির একটি সহযোগী সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এমনটি জানিয়েছে সিসিআই।
এতে তারা বলেছে, ১৩ কোটি ডলারের বিনিময়ে সিসিআই কোকাকোলা বাংলাদেশ বেভারেজের শতভাগ শেয়ার অধিগ্রহণ করবে। কোকাকোলা আইসেসেক সিসিবিবির প্রাক্কলিত নিট আর্থিক ঋণ বিয়োগ করে ১৩০ মিলিয়ন ডলার বা ১ হাজার ৪০০ কোটি টাকার বেশি মূল্যে ১০০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে।
ধারণা করা হচ্ছে, সিসিআই ইন্টারন্যাশনাল হল্যান্ড বিভি (সিসিআইএইচবিভি) এই অধিগ্রহণে নগদ অর্থায়ন করবে।
সিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা করিম ইয়াহি বিবৃতিতে বলেছেন, আমরা সিসিবিবি অধিগ্রহণের জন্য শেয়ার ক্রয়ের চুক্তি স্বাক্ষর করতে পেরে আনন্দিত। এই চুক্তিকে আমরা ভবিষ্যতের সম্ভাবনাময় বাজারে প্রবেশের দারুণ সুযোগ হিসেবে দেখছি।
বিবৃতির তথ্যানুযায়ী, কোকাকোলা বাংলাদেশ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলের প্রায় ১০ কোটি গ্রাহককে সেবা দেয়। তাদের তিন শতাধিক কর্মচারী, একটি বোতলজাত প্লান্ট ও তিনটি প্রধান গুদামসহ প্রায় তিন লাখ বিক্রয় পয়েন্ট আছে। এছাড়া সারাদেশে তাদের ৫০০ ডিস্ট্রিবিউটর আছে। ২০১৭ সালে উৎপাদন, বিক্রয় এবং বিতরণের জন্য ময়মনসিংহে কোকাকোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড (সিসিবিবি)-এর প্ল্যান্ট স্থাপন করে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`