রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডিসেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:৪৮, ১৪ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৬:৫৯, ১৪ জানুয়ারি ২০২৪

৪৮১

ডিসেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে

গত ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় সামান্য কমেছে। এ মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ৪১%; যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন।

রবিবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সবশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

মূল্যস্ফীতি ধনী-গরিব নির্বিশেষে সবার ওপর চাপ বাড়ায়। খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে যাওয়ার অর্থ গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি সামান্য কমেছে।

বিবিএসের তথ্যমতে, ডিসেম্বরে গ্রাম-শহর নির্বিশেষে খাদ্য মূল্যস্ফীতি কমে ১০% থেকেও নেমে এসেছে। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।

বিবিএসের তথ্যে দেখা যায়, ২০২৩ সালের ডিসেম্বরে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯.৫৮%। নভেম্বরে এই মূল্যস্ফীতি ছিল ১০.৭৬%। গত অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২.৫৬%; যা গত প্রায় ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।

খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি গতবছরের নভেম্বরে ছিল ৮.১৬%। ডিসেম্বরে এটি বেড়ে দাঁড়ায় ৮.৫২%।

অন্যদিকে, গত অক্টোবর ও নভেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৯.৯৩% ও ৯.৪৯%। সে হিসেবে ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। ডিসেম্বরে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯.৪৮% ও শহরে হয়েছে ৯.১৫%।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত