রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:০১, ১৪ ডিসেম্বর ২০২৩

২৬৩

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি

লং টার্ম ফাইনান্সিং ফ্যাসিলিটির (বিবি-এলটিএফএফ) আওতায় দীর্ঘ মেয়াদী অর্থায়ন সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।

রবিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট এন্ড স্ট্র্যাটেজিক প্লানিং ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবুল বাসার, অতিরিক্ত পরিচালক (এফএসএসপিডি) ফিরোজ মাহমুদ ইসলাম, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুজিবুল কাদের, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ ইমতিয়াজ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত