রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নতুন নিয়োগপ্রাপ্ত অফিসারদের প্রশিক্ষণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

১২:৫৬, ৪ নভেম্বর ২০২৩

২৭০

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নতুন নিয়োগপ্রাপ্ত অফিসারদের প্রশিক্ষণ শুরু

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে নতুন নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) দুই মাসব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং কোর্স অন ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক ট্রেনিং কোর্স শুরু হয়েছে।

গত (১ নভেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে কোর্স উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আব্দুল আউয়াল সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক নতুন অফিসারদের অভিনন্দন জানিয়ে বলেন, সততা, নিষ্ঠা, একাগ্রতা, কর্মদক্ষতার মাধ্যমে একজন আদর্শ ব্যাংকার তৈরি হয়। শরিয়াহ পরিপালনের মাধ্যমে গ্রাহককে অত্যাধুনিক সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। বিজ্ঞপ্তি।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত