সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রে পাইপ রপ্তানি শুরু করলো আরএফএল

অপরাজেয় বাংলা ডেস্ক

১৮:৪৯, ১৪ মে ২০২৩

৩০৭

যুক্তরাষ্ট্রে পাইপ রপ্তানি শুরু করলো আরএফএল

যুক্তরাষ্ট্রে পিভিসি পাইপ রপ্তানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। সম্প্রতি নরসিংদীর পলাশে অবস্থিত আরএফএল এর অঙ্গ প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নিজস্ব কারখানা থেকে পিভিসি পাইপের প্রথম চালান আমেরিকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বর্তমানে ভারত, ফিজি ও ব্রুনেইসহ বিশ্বের ৬টি দেশে আরএফএল পিভিসি পাইপ রপ্তানি হচ্ছে। 

আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এক সময় বাংলাদেশে ব্যবহৃত মোট পাইপের প্রায় ৯০ ভাগ চীন, ভারত, মালেয়শিয়াসহ বিভিন্ন দেশ থেকে আমদানি হতো। তবে বর্তমানে পরিস্থিতি অনেক বদলেছে। এখন দেশে ব্যবহৃত পাইপের প্রায় সবটুকুই তৈরি করেন দেশীয় উৎপাদনকারীরা। এ কারণে আমাদের এখন প্রধান লক্ষ্য ব্যাপক পরিমাণে পাইপ রপ্তানির মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি করা। কারণ পৃথিবী জুড়েই পাইপের অনেক চাহিদা রয়েছে। যুক্তরাষ্ট্র প্লাস্টিক পাইপের সবচেয়ে বড় আমদানিকারক। ২০২১ সালে দেশটি প্রায় ৩.৩৭ বিলিয়ন ইউএস ডলার সমমূল্যের প্লাস্টিক পাইপ আমদানি করেছে। সুতরাং পাইপের এ বাজারটি ধরতে পারলে আমরা অনেক দূর এগিয়ে যাবো।’ 

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আমরা ভালো ক্রয় আদেশ পাচ্ছি। এরই মধ্যে একটি চালান কারখানা থেকে পাঠানো হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে আমরা আরও কয়েকটি চালান পাঠাবো। আশা করছি, এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আগামী দিনে আরও অন্যান্য ক্যাটাগরির পাইপও যুক্ত হবে।’  

গ্রুপটি বর্তমানে পিভিসি, এইচডিপিই, পিপিআর, সিপিভিসি ও সফট পিভিসি বা ফ্লেক্সিবল পিভিসি ক্যাটাগরিতে পাইপ উৎপাদন করে থাকে। বাংলাদেশে পাইপের মোট বাজার মূল্য বার্ষিক প্রায় ৬,০০০ কোটি টাকা। বার্ষিক প্রবৃদ্ধি আনুমানিক ৩০ শতাংশ। এ খাতে নেতৃত্ব দিচ্ছে আরএফএল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত