আমেরিকান স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিলের তিন ধরণের সিরাম বাংলাদেশের বাজারে
আমেরিকান স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিলের তিন ধরণের সিরাম বাংলাদেশের বাজারে
আমেরিকান স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিলের তিন ধরণের সিরাম বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। ত্বকের সুস্থতায় এবং আবহাওয়া উপযোগি সিরাম ব্যবহারে ত্বকের স্বাভাবিক সৌন্দর্য্য ধরে রাখা সম্ভব। সংশ্লিষ্টরা জানান, শুষ্ক, তৈলাক্ত ও স¦াভাবিক মিশ্র ত্বকের ধরণ অনুযায়ী তিন ধরণের সিরাম ত্বককে রাখে ব্রণমুক্ত, উজ্জ্বল ও তারুণ্যদীপ্ত। ইউএসএ’র গ্রনবার্গ ল্যাবরেটরির ফর্মুলায় তৈরি সিওডিলের সিরামগুলো হচ্ছে, অ্যান্টি-অ্যাকনি, ব্রাইটেনিং ও অ্যান্টি-এজিং সিরাম।
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের ব্যস্ততা, কাজের স্ট্রেসের সঙ্গে পরিবেশে দূষণের প্রভাবও আমাদের ত্বকে দেখা দেয়। ফলে দিনে দিনে কমতে থাকে ত্বকের তারুণ্য, লাবন্যতা । এছাড়া বয়স বাড়ার সাথে সাথে ত্বকে কোলাজেনের মাত্রাও কমে যায়। ফলে ত্বকে রিংকলেস ও ফাইন লাইনস সৃষ্টি হয়। ত্বক হারায় তার স্বাভাবকি আর্র্দ্রতা ও উজ্জ্বলতা।
প্রাভা হেলথের কনসালট্যান্ট ও প্রখ্যাত ডার্মাটোলজিস্ট ডাঃ শারমিনা হক বলেন, ‘ত্বকের স্বাভাবিক সৌর্ন্দয ধরে রাখতে প্রয়োজন সঠিক যত্ন। তাই প্রতিদিনের রূপর্চচার রুটিন এমনভাবে সাজাতে হবে যেখানে ত্বকের সুস্থতা ও সৌর্ন্দযের জন্য প্রয়োজনীয় সব উপাদানই থাকবে। ভালো একটা ক্লিনজার ও ময়েশ্চারাইজারের সাথে ব্যবহার করতে হবে ত্বকের ধরণ ও প্রয়োজন অনুসারে একটি ভালো মানের সিরাম।’
প্রখ্যাত এই ডার্মাটোলজিস্ট আরও বলেন, ‘সতেজ ও প্রাণবন্ত থাকতে আমাদের ত্বকের প্রয়োজন বিভিন্ন রকম পুষ্টি উপাদান। ত্বকের লাবণ্য ও সতেজতা ধরে রাখতে ফেস সিরাম একটি অ্যাকটিভ স্কিন ফুড। একটি ভালো মানের সিরামে ত্বকের জন্য প্রয়োজনীয় সবরকম পুষ্টি উপাদানই থাকবে। তাই ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী সিরাম বেছে নিতে হবে। কিন্তু ব্যবহারের আগে নিশ্চিত হতে হবে আপনার সিরামে, নিয়াসিনামাইড, সোডিয়াম হায়ালুরোনেট, ভিটামিন সি এবং আলফা আরবুটিন আছে কিনা।’
তাই আগে জানুন আপনার ত্বকরে ধরণ আর বুঝুন তার প্রয়োজনীয়তা। সিরাম যেকোনো উপাদানকে ত্বকরে গভীরে সহজইে পৌঁছে দয়ে। ব্রণের দাগ, রিংকলেস ও ফাইন লাইনস দূর করে সিরাম ত্বকে র্আদ্রতা আনে, কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে এবং ত্বককে করে উজ্জ্বল ও মসৃণ।
সিরাম ব্যবহার করতে হয় ত্বক পরিষ্কার করার পরে এবং ময়েশ্চারাইজার লাগানোর আগে। সরাসরি ড্রপার থেেক অথবা আঙ্গুলরে ডগায় পি-সাইজ পরিমাণ সিরাম নিয়ে ত্বকে ম্যাসাজ করুন। সিরাম সর্ম্পূণ শোষিত হওয়ার পরই অন্য প্রোডাক্ট ব্যবহার করুন। সিরাম সাধারণত দিনে দুবার ব্যবহার করা উচতি ।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`