সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আমেরিকান কসমেটিকস ব্র্র্যান্ড নিওরের এক্সপেরিয়েন্স সেন্টার চালু হচ্ছে ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:৫২, ১১ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৭:৫৬, ১১ ডিসেম্বর ২০২২

৪২৮

আমেরিকান কসমেটিকস ব্র্র্যান্ড নিওরের এক্সপেরিয়েন্স সেন্টার চালু হচ্ছে ঢাকায়

ঢাকায় চালু হচ্ছে আমেরিকান কসমেটিকস ব্র্র্যান্ড নিওরের এক্সপেরিয়েন্স সেন্টার। এই সেন্টারে নিওরের সব পণ্য পাওয়া যাবে এবং ক্রেতারা প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবে। এক্সপেরিয়েন্স সেন্টারে সরাসরি মেকআপ, ত্বকের যাবতীয় সমস্যাদি নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হবে। ঢাকার বিভিন্ন প্রাইম লোকেশনে এই এক্সপেরিয়েন্স সেন্টার স্থাপন করা হবে। ইতোমধ্যে বেশ কয়েকটি স্থানে এক্সপেরিয়েন্স সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিতহয়েছে।

এদিকে, বিদ্যমান বিভিন্ন ব্র্যান্ড শপকে এক্সপেরিয়েন্স সেন্টারে রূপান্তর করা হবে। সে বিষয়েও চুক্তি স্বাক্ষরিতহয়েছে। এরমধ্যে রয়েছে প্রেরণা, পিক এন্ড পে, ফোর স্টার, ফেস বাই সালেহা, সামসি’স প্রাইম কালেকশন প্রভৃতি। এসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন নিওরের পক্ষে সহকারি পরিচালক(সেলস) এ এম মাহমুদ। প্রেরণার পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক শংকর চক্রবর্তী, পিক  এন্ড পে’র ব্যবস্থাপনা পরিচালক সিলভি মাহমুদ, ফোর স্টারের পক্ষে নাসরিন আক্তার রুপা, ফেস বাই সালেহার পক্ষে সত্তাধিকারিসালেহা সারোয়ার, সামসি’স প্রাইম কালেকশনের পক্ষে এর সত্তাধিকারিআরিফ সামসি।

উল্লেখ্য, গত দুই যুগেরও বেশি সময় ধরে বিশ্ববাজারে সাজ-সজ্জার অনুষঙ্গ হিসেবে নারীদের কাছে প্রাধান্য পেয়ে আসছে বিখ্যাত আমেরিকান কালার কসমেটিকস ব্র্যান্ড নিওর। লিপকালার, লিপস্টিক, মাশকারা, আইলাইনার, আইব্রো পেন্সিল ও স্কিনকেয়ার রেঞ্জ নিয়ে ভোক্তাদের মন জয় করে আসছে এই ব্র্যান্ডটি।

নিওরের সহকারি পরিচালক (সেলস) এ এম মাহমুদ বলেন, আমেরিকান ব্র্যান্ড নিওরের সবগুলো পণ্য ক্রেতাদের কাছে আরো সহজলভ্য করতেই আমাদের এই উদ্যোগ। ফেস বাই সালেহা’র সত্ত¡াাধিকারি সালেহা সারোয়ার বলেন, নিওরের সঙ্গে এক্সপেরিয়েন্স সেন্টার স্থাপন চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। আন্তর্জাতিক মানের প্রসাধনী পণ্যটি এখন ক্রেতাদের আরো হাতের নাগালে আসবে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত