বাংলাদেশ মেডিকেল কলেজসহ দুটি হাসপাতালের ফি পরিশোধ বিকাশে
বাংলাদেশ মেডিকেল কলেজসহ দুটি হাসপাতালের ফি পরিশোধ বিকাশে
এখন থেকে বাংলাদেশ মেডিকেল স্টাডিজ এন্ড রিসার্চ ইন্সটিটিউট এর অধীনে রাজধানীর দু’টি স্বনামধন্য বেসরকারি হাসপাতাল - বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, ধানমন্ডি ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার ফি সহজেই পরিশোধ করা যাবে বিকাশে। বিশেষ করে তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তার পরিজনরা ক্যাশ টাকার ঝামেলা এড়িয়ে সহজেই চিকিৎসা সেবার ফি দিতে পারবেন, প্রয়োজনে সেন্ড মানি অথবা অ্যাড মানির মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে টাকা এনে ফি পরিশোধ করতে পারবেন যেকোনো সময়ই। বিকাশের এই সেবা হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা ব্যবস্থাপনাকেও সহজতর ও কার্যকর করবে।
সম্প্রতি এ লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, ধানমন্ডি; উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ মেডিকেল স্টাডিজ এন্ড রিসার্চ ইন্সটিটিউটের অনারারি সেক্রেটারি মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম (অবঃ) এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে, দুইটি হাসপাতালে আসা রোগীরা টিকেট ফি, আউটডোর-ইনডোর ট্রিটমেন্ট, প্যাথলজি, এক্স-রে, এমআরআই, নানান পরীক্ষা-নিরীক্ষার ফি সহ সব ধরণের চিকিৎসা সেবার ফি পরিশোধ করতে পারবেন বিকাশে। চিকিৎসা সেবার মতো জরুরি সেবা গ্রহণে বিকাশের মতো ডিজিটাল পেমেন্ট গ্রাহকদের জীবনে আরো স্বাচ্ছন্দ্য এনে দিচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকাশের মার্চেন্ট বিজনেস এর ভাইস-প্রেসিডেন্ট নোভেরা আয়েশা জামান, মহাব্যবস্থাপক সিরাজুল মাওলা, বাংলাদেশ মেডিকেল স্টাডিজ এন্ড রিসার্চ ইন্সটিটিউটের অনারারি ট্রেজারার জি.এম. জয়নাল আবেদিন ভূইয়া, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. আবদুর সবুর মিয়া (অবঃ), উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান (অবঃ), উভয় হাসপাতালের অধ্যক্ষ সহ অন্যান্যরা।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`