মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৮ হাজার টন মসুর ডাল কিনবে টিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট

১১:৩৯, ৪ নভেম্বর ২০২২

৪৩৫

৮ হাজার টন মসুর ডাল কিনবে টিসিবি

টিসিবির মাধ্যমে স্বল্পদামে এক কোটি নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রির জন্য আট হাজার টন মসুর ডাল এবং ৫৫ লাখ লিটার সয়াবিন তেল সংগ্রহ করবে সরকার। এতে ব্যয় হবে ১৫৮ কোটি টাকা। এ দুই প্রস্তাবসহ ১৭টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে এক হাজার ৯২৭ কোটি ১৬ লাখ ৭৩ হাজার ৫৭৯ টাকা।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, আট হাজার টন মসুর ডাল কেনায় ব্যয় হবে ৬৮ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ১০০ টাকা। আর ৫৫ লাখ সয়াবিন তেল কিনতে ব্যয় হবে ৮৯ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকা। এ ছাড়া কৃষি মন্ত্রণালয় ২৫ হাজার টন টিএসপি সার আমদানি করবে। এতে ব্যয় হবে ১৪৮ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৮৭৫ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেডের (টিএসপিসিএল) জন্য ২৫ হাজার টন রক ফসফেট আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি টন ফসফেটের দাম ৩৩৪.৭৭ ডলার। সে হিসাবে বাংলাদেশি মুদ্রায় ৮৮ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৬৫৫ টাকা ব্যয় হবে। এ ছাড়া রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আনা হবে। এতে ব্যয় হবে ১৯৮ কোটি ৬২ লাখ ৩০ হাজার ৫৬৫ টাকা। সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার টন সার আমদানিতে ব্যয় হবে ১৯৮ কোটি ৬২ লাখ ৩০ হাজার ৫৬৫ টাকা।

সভায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রংপুর স্থাপন’ প্রকল্পের প্যাকেজ নং-ডাব্লিউডি-১, ডাব্লিউডি-২ ও ডাব্লিউডি-৪-এর আওতায় পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। মেসার্স জামাল অ্যান্ড কম্পানি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পে ব্যয় হবে ১২১ কোটি ১৭ লাখ ৬৮ হাজার ১০৯ টাকা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত