কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ
কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদকে প্রতিষ্ঠানটির নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক তাকে মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছে। এছাড়াও তাকে সার্বিক সহযোগিতা করার জন্য দুজনকে সহকারী মুখপাত্র নিয়োগ করা হয়েছে। এরা হলেন, বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের পরিচালক (ডিএস) মো. আনোয়ারুল ইসলাম এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এর পরিচালক সাঈদা খানম।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যংকের পরিচালক সাঈদা খানম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এর আগে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। তিনি গত ৪ অক্টোবর অবসরে গেলে তার স্থলাভিষিক্ত হলেন আবুল কালাম আজাদ। এর আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র ও সহকারী মুখপাত্রের দায়িত্ব পালন করেন।
জানা গেছে, আবুল কালাম আজাদ ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স, মাস্টার্স ও এডুকেশনে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যাংকের গবেষণা বিভাগ, মনিটরি পলিসি বিভাগ, গভর্নর সচিবালয় এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকশন অ্যান্ড পাবলিকেশন্সে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেন।
আবুল কালাম আজাদ যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি ইউনিয়নের গাজী পরিবারের সন্তান। এক সময়ের সরকারি মাইকেল মধুসূদন কলেজের ছাত্র হিসেবে স্থানীয়ভাবে আজাদের মেধার সুখ্যাতি আছে। বিদেশি প্রশিক্ষণে তিনি যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারত সফর করেন। আজাদের স্ত্রী রোকেয়া খাতুন পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ে কর্মরত রয়েছেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`