মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সারাদেশে ৮৭ হাজার গ্রামে নতুন উদ্যোক্তা তৈরির কার্যক্রম ‘স্বীকৃতি’

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:৩২, ৬ অক্টোবর ২০২২

আপডেট: ২২:৩২, ৬ অক্টোবর ২০২২

৫৪৯

সারাদেশে ৮৭ হাজার গ্রামে নতুন উদ্যোক্তা তৈরির কার্যক্রম ‘স্বীকৃতি’

বাংলাদেশের ৮৭ হাজার ১৯১টি গ্রামে নতুন উদ্যোক্তা তৈরির কার্যক্রম হাতে নিয়েছে ইন্ডিক্যাফে গ্লোবাল এবং ঐক্য ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘স্বীকৃতি’ নামের ব্যতিক্রমী উদ্যোগটির ঘোষণা দেওয়া হয়।

সেসময় জানানো হয়, ‘স্বীকৃতি’ কার্যক্রমে এসএমই উদ্যোক্তা হতে হট লাইন নাম্বার +৮৮০৯৬৭৮৩৬৬৬৬৬-তে ফোন করে বিস্তারিত জানা যাবে।

সংবাদ সম্মেলনে ইন্ডিক্যাফে গ্লোবাল টি অ্যান্ড কফি বিডি’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ বলেন, নতুন উদ্যোক্তা সৃষ্টি করার লক্ষ্যে এক বছর আগে ঐক্য ফাউন্ডেশনের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করেছিলাম। এর অংশ হিসেবে মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে উদ্যোক্তাদের জন্য একটা প্যাকেজ তৈরি করা হয়েছে। এতে উদ্যোক্তারা একটি ডিজিটাল ইন্সট্যান্ট কফি মেশিন, এক হাজার কাপ কফির কাঁচামাল এবং প্রশিক্ষণ পাবেন।

তিনি বলেন, এছাড়াও আমরা দেশের ৬৪টি জেলার ৬৪ জন উদ্যোক্তাকে নির্বাচন করে সহজ শর্তে কফি মেশিন দেবো। তারাই হবেন আমাদের জেলা প্রতিনিধি। এছাড়াও উপজেলা পর্যায়ে দু’জন উদ্যোক্তা প্রতিনিধি থাকবেন।

গত বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিক্যাফে গ্লোবালের উদ্যোক্তা আব্দুল আজিজের সফলতা নিয়ে চ্যানেল আইতে প্রচারিত একটি পর্ব সারাদেশে সাড়া ফেলে। সেখানে উদ্যোক্তা আব্দুল আজিজ জানিয়েছিলেন, নতুন উদ্যোক্তা সৃষ্টিতে তিনি কাজ করবেন। যেকোন তরুণ অত্যন্ত স্বল্প একটি পুঁজি নিয়ে তার তৈরি কফি মেশিন, চা, মালাই চা, মসলা চা, ইন্সট্যান্ট টি বিক্রি করে হয়ে উঠতে পারবেন একজন সফল উদ্যোক্তা।

সংবাদ সম্মেলনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম বলেন, আমাদের দেশের জনগোষ্ঠির এক তৃতীয়াংশ যুব শ্রেণী। এখন পর্যন্ত আমরা ৬৬ লাখ যুব ও যুব নারীকে প্রশিক্ষণ দিয়েছি। এদের মধ্যে ২৩ লাখ প্রশিক্ষিত হয়ে আত্মকর্মী হয়েছেন। তারা নিজেরা উদ্যোক্তা হয়ে পণ্য উৎপাদন ও নিজেরাই পণ্য বাজারজাত করছেন। তাদের প্রতিষ্ঠানে গড়ে ৮ থেকে ১০ জন কর্মী কাজ করছেন।

তিনি নতুন এ উদ্যোগের সফলতা কামনা করেন। সেসময় বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী কারিগরি সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠানে ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং গণমাধ্যম, সিএমএসএমই ও শিল্প উন্নয়ন কর্মী অপু মাহফুজ বলেন,  দেশের ৮৭ হাজার ১৯১ টি গ্রামে নতুন এসএমই উদ্যোক্তা সৃষ্টি কার্যক্রমের স্বীকৃতি ঘোষণা আমাদের জন্য বড় প্রাপ্তি ও প্রেরণা।

সংবাদ সম্মেলনে চ্যানেল আই’র সিনিয়র জেনারেল ম্যানেজার (অনুষ্ঠান) আমীরুল ইসলামসহ ঐক্য ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশ এবং এ খাতের টেকসই উন্নয়নে অবদান রাখছে ঐক্য ফাউন্ডেশন। কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তাদের নিয়ে প্রথম টেলিভিশন অনুষ্ঠান ‘উদ্যোক্তা’ পরিচালনা করছে ঐক্য। বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সর্ববৃহৎ অনলাইন মার্কেট www.oikko.com.bd তৈরি করেছে ঐক্য ফাউন্ডেশন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত