মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইসলামী বিশ্ববিদ্যালয়কে ১৪৭টি কম্পিউটার প্রদান করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:৩৪, ২২ আগস্ট ২০২২

আপডেট: ১৮:৩৬, ২২ আগস্ট ২০২২

৩৭৮

ইসলামী বিশ্ববিদ্যালয়কে ১৪৭টি কম্পিউটার প্রদান করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম  (আইআইইউসি) এর ‘কম্পিউটার ভিশন অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেম ল্যাবোরেটরি’ প্রজেক্ট বাস্তবায়নের জন্য ১৪৭টি কম্পিউটার প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান আইআইইউসি’র প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাশরুরুল মওলার নিকট কম্পিউটার হস্তান্তর করেন। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মোঃ মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন, শীর্ষ নির্বাহীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ন কবির উপস্থিত ছিলেন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত