মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দাম কমাতে প্রয়োজনে ডিম আমদানি করা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:৪১, ১৭ আগস্ট ২০২২

৪২২

দাম কমাতে প্রয়োজনে ডিম আমদানি করা হবে: বাণিজ্যমন্ত্রী

ডিমের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়া প্রয়োজনে ডিমের দাম নিয়ে আজই একটি মিটিং হবে। বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে ডিম আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

বুধবার (১৭ আগস্ট) সচিবালয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

একটি ডিমের দাম ১৫ টাকায় পৌঁছেছে। বাজার নিয়ন্ত্রণে ডিম আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কি না জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডিম আমদানি করতে তো একটু সময় লাগবে। আমরা দেখি, যদি এমনটাই হয় যে সত্যি ডিম আমদানি করলে এটা কমবে, তাহলে আমরা ডিম আমদানির প্রক্রিয়ায় যাবো।’

ডিমের দাম নিয়ে বুধবারই একটি মিটিং হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সেখানে আলোচনা হবে কেন ডিমের দাম এমন হলো। তৃণমূলে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমরা সেগুলো দেখছি। বিভিন্ন সময় এমন অসুবিধা হয়েছে, সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। দু’চার/পাঁচদিনে সময় অবশ্য লেগেছে।’

এসময় ভোজ্যতেলের বিষয়ে মন্ত্রী বলেন, বিশ্ব বাজারে ভোজ্যতেলের দাম কমেছে, আবার ডলারের দাম বেড়েছে। এ দুটিকে বিবেচনায় নিয়ে একটি দাম নির্ধারণ করতে হবে। আমরা সেই চেষ্টাই করছি। খুব শিগগির তেলের দাম পুনর্নির্ধারণ করা হবে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত