মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২৭তম এজিএম

স্টাফ করেসপন্ডেন্ট 

০০:০০, ১২ আগস্ট ২০২২

৪০২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২৭তম এজিএম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সেলিম রহমান সভাপতিত্ব করেন। সভায় ২০২১ খ্রিষ্টাব্দের সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।

বার্ষিক সাধারণ সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বদিউর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম, পরিচালক আব্দুল মালেক মোল্লা, মো. এনায়েত উল্যা, আহামেদুল হক, নিয়াজ আহমেদ, মোহাম্মদ এমাদুর রহমান, ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, মো. লিয়াকত আলী চৌধুরী, মো. আনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. আমির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. মাহমুদুর রহমান সভায় এজেন্ডা উপস্থাপন করেন। 

ব্যাংক পূর্ববর্তী বছরের তুলনায় ২০২১ খ্রিষ্টাব্দে আমানতে ৮ দশমিক ৩৬ শতাংশ এবং বিনিয়োগে ৯ দশমিক ১৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ২০২১ খ্রিষ্টাব্দে ১ দশমিক ৯৬ টাকায় দাঁড়িয়েছে। বার্ষিক সাধারণ সভায় নিরীক্ষকদের প্রতিবেদন, ২০২১ খ্রিষ্টাব্দের ব্যালেন্স সিট এবং ব্যাংকের পরবর্তী বার্ষিক সাধারন সভার সমাপ্তিকাল পর্যন্ত সময়ের জন্য ব্যাংকের নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়। 

সভায় শেয়ারহোল্ডাররা উপস্থাপিত এজেন্ডাগুলো অনুমোদন করেন। তারা ব্যাংকের আর্থিক বিবরণী পর্যালোচনা করতঃ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংকের ভাবমূর্তি আরও উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ দেন।

ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করার জন্য শেয়ারহোল্ডারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্যাংক পরিচালনায় তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত