মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুই দিনের ব্যবধানে আবারো বাড়লো স্বর্ণের দাম

স্টাফ করেসপন্ডেন্ট

২০:১৬, ২৮ জুলাই ২০২২

৫৮৪

দুই দিনের ব্যবধানে আবারো বাড়লো স্বর্ণের দাম

মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮১ হাজার ২৯৮ টাকা হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বুধবার (২৭ জুলাই) স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। এক দিনের ব্যবধানে আবারও স্বর্ণের  দাম বাড়ানো হলো। দুই দফায় স্বর্ণের  দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৮২ টাকা বাড়ানো হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮১ হাজার ২৯৮ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি ৭৭ হাজার ৫৬৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৬৬ হাজার ৪৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৫ হাজার ১৭১ টাকা।

বর্তমান দাম অনুযায়ী, আজ (২৬ জুলাই) ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ৭৮ হাজার ৫৫৭ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি ৭৫ হাজার টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা ৬৪ হাজার ২৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের  দাম ৫২ হাজার ৭২১ টাকায় বেচাকেনা হচ্ছে।

এদিকে, রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত