সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান ৫ দিনের রিমান্ডে
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান ৫ দিনের রিমান্ডে
![]() |
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক দেবী রানী রায় এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে রংপুরে কোতোয়ালি থানা থেকে প্রিজন ভ্যানে করে নুরুজ্জামান আহমেদকে আদালতে নেওয়া হয়। আদালতে মাহমুদুল হাসান হত্যার ঘটনা খতিয়ে দেখতে ও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য নুরুজ্জামান আহমেদের ১৫ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মোস্তাফিজার রহমান। এ সময় রংপুর মহানগর আদালতের উপপুলিশ পরিদর্শক আবদুর রফিকুল ইসলাম রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে নুরুজ্জামান আহমেদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী ইফতা আখতার। বাদী ও বিবাদী পক্ষের শুনানি শেষে আদালত জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট রংপুর সুপার মার্কেট–সংলগ্ন এলাকায় মাহমুদুল হাসান নিহত হন। নুরুজ্জামান আহমেদ এই হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। মামলাটি তদন্তাধীন হওয়ায় হত্যার মূল রহস্য উদ্ঘাটন করতে তাকে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
তবে নুরুজ্জামান আইনজীবী ইফতা আখতার বলেন, নুরুজ্জামান আহমেদের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে। আর হত্যাকাণ্ডের ঘটনা রংপুরে। তিনি এসবের মধ্যে জড়িত ছিলেন, এমন কোনো প্রমাণ নেই। তাই তার রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করা হয়েছে।
৩০ জানুয়ারি রাত ৯টার দিকে রংপুর নগরের জুম্মাপাড়া পোস্ট অফিসের গলির এক আত্মীয়ের বাসা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে মাহমুদুল হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর নগরের কোতোয়ালি থানায় নেওয়া হয়।
নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। গত ৫ আগস্টের পর তার নামে লালমনিরহাট জেলাতে ৮টি মামলা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

জনপ্রিয়
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- টানা ২য়বারের মত ‘৫ম এমারজিং এশিয়া ইনসিওরেন্স এ্যাওয়ার্ড’ অর্জন করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- ছারছীনা দরবার শরীফের পীরের মৃত্যু
- মেট্রোরেলের ৪ স্টেশন বন্ধ
- টিএসসিতে পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী নিহত
- পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে রণক্ষেত্র শনিরআখড়া
- উত্তরায় গুলিতে আন্দোলনরত ৪ জন নিহত
- কোটা আন্দোলন
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ