বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ || ২৪ পৌষ ১৪৩১ || ০৬ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খুলনার আদালতে সালাম মুর্শেদীকে ডিম নিক্ষেপ, জামিন নামঞ্জুর

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:৩০, ৬ জানুয়ারি ২০২৫

৪৯

খুলনার আদালতে সালাম মুর্শেদীকে ডিম নিক্ষেপ, জামিন নামঞ্জুর

বিএনপি নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগে হওয়া একটি মামলায় খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরের দিকে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ তাঁর জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে কড়া নিরাপত্তার মধ্যে সালাম মুর্শেদীকে কারাগার থেকে খুলনা আদালতে নিয়ে আসা হয়। এ সময় তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে তাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধ লোকজন। ‘ভোট চোর ভোট চোর’ বলেও স্লোগান দেন তাঁরা। আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী আত্মগোপনে ছিলেন। গত ১ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব। সালাম মুর্শেদীর বিরুদ্ধে খুলনায় চারটি মামলা রয়েছে। দিঘলিয়া থানায় হওয়া একটি মামলায় তাঁর জামিন আবেদন করেছিলেন আইনজীবীরা। ২০২২ সালের ২৫ আগস্ট দিঘলিয়া উপজেলার ফেরিঘাটের সামনে বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগে গত ২৭ আগস্ট দিঘলিয়া থানায় সালাম মুশের্দীসহ ৬৮ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল।

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ বলেন, সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ দিঘলিয়া থানার একটি মামলায় সালাম মুর্শেদীর হাজিরার দিন ধার্য ছিল। দুপুর ১২টার দিকে সালাম মুর্শেদীকে কড়া নিরাপত্তায় জেলা কারাগার থেকে আদালতে নেওয়া হয়। এ সময় জামিন আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন। আগামী ৯ ফেব্রুয়ারি ওই মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে। বিএনপি নেতা–কর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করার অভিযোগে গত ২৭ আগস্ট দিঘলিয়া থানায় এই মামলা দায়ের করা হয়েছিল।

এ বিষয়ে খুলনা আদালত পুলিশের পরিদর্শক শাহজাহান সিরাজের মুঠোফোনে সন্ধ্যায় যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী পেশায় ব্যবসায়ী। তিনি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ছিলেন। ২০১৮ সালের নভেম্বরে খুলনা–৪ আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত ৭ জানুয়ারির নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত