বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫ || ৯ মাঘ ১৪৩১ || ২০ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চিন্ময় দাসের জামিন শুনানি পেছাল এক মাস

অপরাজেয় বাংলা ডেস্ক

১২:১৪, ৩ ডিসেম্বর ২০২৪

১৯০

চিন্ময় দাসের জামিন শুনানি পেছাল এক মাস

ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি এক মাস পেছানো হয়েছে। আগামী ২ জানুয়ারি জামিন শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। 

মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম শুনানি শেষে এই তারিখ নির্ধারণ করেন। এ সময় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন।

এর আগে গত বুধবার চিন্ময় কৃষ্ণের জামিন শুনানির সময় থাকলেও আইনজীবী হত্যার ঘটনায় আইনজীবীরা আদালত বর্জন করায় সেদিন শুনানি হয়নি। 

চিন্ময় কৃষ্ণের জামিন শুনানিকে কেন্দ্র করে আজ চট্টগ্রামের আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল অন্যদিনের তুলনায় বেশি। বিচার প্রার্থীদের তল্লাশি করে আদালত এলাকায় ঢুকতে দেওয়া হয়। জামিন শুনানির আগে চিন্ময় কৃষ্ণ দাসকে সবগুলো মামলায় গ্রেপ্তার দেখাতে আদালত এলাকায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা।

গত সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় তার অনুসারীরা। তাদের সরিয়ে দিয়ে চিন্ময় কৃষ্ণকে কারাগারে নেওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় একটি হত্যা মামলাসহ কোতোয়ালি থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত