শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খুলনায় আলোচিত জাহিদ হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:২০, ২৮ অক্টোবর ২০২৪

১৫৭

খুলনায় আলোচিত জাহিদ হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

খুলনার খা‌লিশপু‌রে আলো‌চিত জা‌হিদ হত‌্যা মামলায় পাঁচজ‌নের মৃত‌্যুদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মামলার ৭ আসামিকে খালাস প্রদান করেছেন আদালত।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে খুলনার জন‌নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা এ রায় ঘোষণা করেন।

আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মোহাম্মদ ছায়েদুল হক শা‌হিন বিষয়টি নি‌শ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন- মো. আব্বাস আনসারী, নশু ফারাজী, রিয়াজ, না‌দিম ও জব্বার। খালাসপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন- মো. রানা হো‌সেন, সুলতান ওর‌ফে গব্বার, পাতলা সাগর, মো. ওমর ফারুক ওর‌ফে আরিফ, মো. মে‌হেদী হাসান ওর‌ফে প‌্যা‌কেট মে‌হেদী ও মো. জা‌হিদুল ইসলাম জা‌হিদ।

অপর‌দি‌কে এ হত্যা মামলার ৩২৪ ও ৩০৭ ধারায় উল্লি‌খিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মি‌দের যথাক্রমে তিন এবং সাত বছ‌রের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক‌কে পাঁচ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও ছয় মা‌সের কারাদণ্ড প্রদান করা হয়।

মামলার এজাহার সূ‌ত্রে জানা‌ গে‌ছে, খা‌লিশপুর হাউজিং স্টেট এলাকার বা‌সিন্দা সা‌ব্বির হো‌সে‌নের বড় ছে‌লে জাবেদের সঙ্গে এলাকার কয়েকজনের সঙ্গে বি‌রোধ ছিল। ২০১৬ সা‌লের ১৩ ডি‌সেম্বর তি‌নি বাসা থে‌কে চিত্রালী বাজা‌রের উদ্দে‌শ্যে বের হন। প‌থিম‌ধ্যে বঙ্গবাসী মোড় পৌঁছা‌লে সন্ত্রাসীরা ধারা‌লো অস্ত্র নি‌য়ে আক্রমণ ক‌রে। এ ঘটনায় জাবেদ গুরুতর আহত হন। আক্রম‌ণের ঘটনা জান‌তে পে‌রে জাবেদের দুই ভাই মো. সুমন ও জা‌হিদ ঘটনাস্থ‌লে পৌঁছান।

এজাহার সূ‌ত্রে আরও জানা‌ গে‌ছে, এ সময় আসামি আব্বাস আনছা‌রি ও জব্বার মিলে মো. সুমন‌কে জাপ‌টে ধরে রাখে এবং সন্ত্রাসীরা জা‌হিদ‌কে এলোপাতাড়িভা‌বে কোপা‌তে থা‌কে। পরবর্তী‌তে তাদের চিৎকারে ঘটনাস্থ‌লে এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পা‌লি‌য়ে যায়। উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন‌্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নিয়ে গেলে চি‌কিৎসক জা‌হিদ‌কে মৃত ঘোষণা ক‌রেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত