শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ || ১২ পৌষ ১৪৩১ || ২২ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আপিল বিভাগে রানা প্লাজার মালিকের জামিন স্থগিত

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:২৯, ২৮ অক্টোবর ২০২৪

২০২

আপিল বিভাগে রানা প্লাজার মালিকের জামিন স্থগিত

ঢাকার উপকণ্ঠে সাভারে দশতলা ভবন ধসে সহস্রাধিক মানুষ নিহতের ঘটনায় পুলিশের করা হত্যা মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন স্থগিতই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া তার জামিন স্থগিত করেন। সেই সঙ্গে দুই মাসের মধ্যে জামিন প্রশ্নে রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে বলেছেন আপিল বিভাগ।

এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ১ অক্টোবর সোহেল রানাকে ৬ মাসের অন্তর্বর্তী জামিন দেন। তবে পরদিন ২ অক্টোবর রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক সোহেল রানার জামিন স্থগিত করেন। 

এর আগে ২০২৩ সালের ৬ এপ্রিল এ মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে ৯ এপ্রিল হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগ। ২০২২ সালের মার্চে রানাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলকে যথাযথ ঘোষণা করেই ৬ এপ্রিল তাকে জামিন দেওয়া হয়েছিল।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ধসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন মানুষ। এই ঘটনার পাঁচদিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয় ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত