রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ || ২৩ ভাদ্র ১৪৩১ || ০২ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১৫২ কোটি টাকা সুদ মওকুফ

সাবেক ভ্যাট কমিশনারের বিরুদ্ধে দুদকের মামলা

অপরাজেয় বাংলা ডেস্ক

১৯:১৯, ১১ জুন ২০২৪

আপডেট: ১৯:১৯, ১১ জুন ২০২৪

১৬৬

১৫২ কোটি টাকা সুদ মওকুফ

সাবেক ভ্যাট কমিশনারের বিরুদ্ধে দুদকের মামলা

চার মোবাইল অপারেটর কোম্পানির ১৫২ কোটি টাকা সুদ মওকুফ করায় সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১১ জুন) দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়-১–এ মামলাটি করা হয়। বাদী হয়ে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক শাহ আলম।

সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন।

তিনি বলেন, মূসকের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান ক্ষমতার অপব্যবহার করে একক সিদ্ধান্তে চারটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানকে এই সুবিধা দিয়েছিলেন। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। সাবেক এই কমিশনার একক নির্বাহী সিদ্ধান্তে গ্রামীণফোন লিমিটেড, বাংলালিংক, রবি ও এয়ারটেলের ১৫২ কোটি ৮৯ হাজার ৩৯০ টাকা অপরিশোধিত সুদ মওকুফ করেছেন।

ফোন কোম্পানিগুলো ওয়াহিদা রহমানকে ঘুষ দিয়ে এই সুবিধা নিয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে দুদকের সচিব বলেন, এ বিষয়গুলো তদন্তে বেরিয়ে আসবে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত