৫০ হাজার পিচ ইয়াবা উদ্ধার: দুই আসামির ১৫ বছরের কারাদণ্ড
৫০ হাজার পিচ ইয়াবা উদ্ধার: দুই আসামির ১৫ বছরের কারাদণ্ড
২০১৮ সালের রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ৫০ হাজার পিচ ইয়াবা উদ্ধারের মামলায় দুই আসামিকে ১৫ বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। সোমবার (১৮ মার্চ) ঢাকার ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আসিফ ইকবালের আদালত এই রায় দেন। পাশাপাশি তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজা প্রাপ্ত দুই আসামি হলেন-কক্সবাজারের টেকনাফ থানার শামলাপুর থানার হোছন আহমদের ছেলে গাড়ি চালক সাদেক হোসেন ও একই এলাকার সিরাজুল হকের ছেলে আব্দুল মান্নান ওরফে মনু। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মাদ আলমগীর এসব তথ্য জানান।
জানা যায়, ২০১৮ সালের ২২ জানুয়ারি রাত পৌনে ১০ টার দিকে খিলক্ষেত থানাধীন কুড়াতলী ৩০০ ফিট রাস্তায় একটি ট্রাকে অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট। পরে ট্রাক থেকে ৫০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৫ কোটি টাকা। এ ঘটনায় ওইদিনই সিটিটিসির ফেইক কারেন্সী নোট টিমের সাব-ইন্সপেক্টর এছকেন্দার আলী খিলক্ষরত থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের মাত্র এক মাস তিন দিন পর ২৫ ফেব্রুয়ারি একই সংস্থার সাব-ইন্সপেক্টর নৃপেন কুমার ভৌমিক দুই জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
২০২২ সালের ২৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৭ জন সাক্ষীর মধ্যে পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`