মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাকার নিম্ন আদালতের অবকাশকালীন বেঞ্চ গঠন

স্টাফ করেসপন্ডেন্ট

১২:৫৫, ১ জানুয়ারি ২০২৪

২৮০

ঢাকার নিম্ন আদালতের অবকাশকালীন বেঞ্চ গঠন

সারা দেশের জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সমূহে ও সাইবার ক্রাইম ট্রাইব্যুনলের ডিসেম্বর মাসের বাৎসরিক অবকাশ গত ৩ ডিসেম্বর শুরু হয়েছে। যা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

ওই আবকাশকালীন সময়ে উল্লেখিত আদালতে বিচারাধীন দেওয়ানী ও ফৌজদারি মামলার কার্যক্রম বন্ধ থাকবে। তবে সারা দেশের ম্যাজিস্ট্রেট আদালত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতসমূহ এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

এদিকে অবকাশকালীন সময়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকানী বিচারক হিসেবে বর্তমানে দায়িত্বরত এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়াই জরুরী মামলা সমূহ নিষ্পত্তি দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৬, ৭, ১৩, ১৪, ২০, ২১, ২৭ ও ২৮ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করিবেন।

অন্যদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরী মামলা নিষ্পত্তির জন্য অবকাশকানী বিচারক হিসেবে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদের দায়িত্ব পালন করবেন। তিনি আগামী ৬, ৭, ১২, ১৩, ১৪, ১৯, ২০ ও ২১ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করিবেন।

মহানগর দায়রা আদালতের রাষ্ট্রপক্ষের  আইনজীবী তাপস কুমার পাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত